ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮১৩

ক্ষুব্ধ ড. কামাল

মোকাব্বিরকে বললেন গেট আউট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১০ ৪ এপ্রিল ২০১৯  

মোকাব্বির খানকে চেম্বার থেকে বেরিয়ে যেতে বললেন দলের নেতা ড. কামাল। শপথ নেয়ার পর গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান শপথ নেয়ার একদিন পর দলের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আজ বৃহস্পতিবার।

তাকে দেখে ক্ষুব্ধ হন ড. কামাল।

প্রত্যক্ষদর্শীরা  এ তথ্য জানালেও, স্বীকার করেন নি মোকাব্বির খান। তিনি বলছেন, এ ধরনের কিছু ঘটেনি।

 

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে যান মোকাব্বির খান। সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা  বলেন, ‘উনি রুমের দরজা খুলে স্যারকে সালাম দেন। তখন স্যার রাগত সুরে বলেন, আপনি কার অনুমতি নিয়ে পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছেন যে গণফোরাম থেকে আপনাকে শপথ নেয়ার অনুমতি দেয়া হয়েছে? গণফোরাম সভাপতি আপনাকে অনুমতি দিয়েছে?’

এ সময় মোকাব্বির খান চুপ করেছিলেন।

ড. কামাল রাগ হয়ে বলেন, আমি দ্বিতীয়বার আপনার চেহারা দেখতে চাই না। আই সে, গেট আউট। আপনার জন্য আমার দরজা চিরতরে বন্ধ। আমার বাসা চেম্বার কোথাও আসবেন না।

 

এদিকে সন্ধ্যায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোকাব্বির খানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাঁর শপথের বিষয়ে কেন্দ্রীয় নেতারা অবগত ছিলেন না। তিনি ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিয়েছেন। মোকাব্বির খান মিডিয়াতে গণফোরাম সভাপতি, সংগঠন বিষয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেছেন। যা অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট।

 

২ এপ্রিল মঙ্গলবার দুপুরে মোকাব্বির খান শপথ নেন। তিনি এবার জাতীয় ঐক্যফ্রন্টের অধীনে নিজ দলের উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচন করেন।

গণফোরামের আরেক সদস্য সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ে নির্বাচিত হন। গত ৭ মার্চ শপথ নেন তিনি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়ায় তাঁকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।