ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯০০

‘ম্যানেজ মকবুল’ জাহিদ হাসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫৩ ৬ আগস্ট ২০১৯  

একটি মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। এখানে জাহিদ হাসান মকবুল পরিচয়ে অভিনয় করেছেন। নাটকের আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ, সুখীসহ অনেকে। এ নাটকের গল্পে দেখা যাবে, মকবুলের সবই ভালো শুধু একটা জিনিস ছাড়া। তার শুধু বাগড়া করার অভ্যাস। এলাকায় কোনো নির্বাচনের আভাস পেলেই দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটা পাড়ার ক্লাবের নির্বাচন কিংবা এলাকার মেম্বার নির্বাচন। সব নির্বাচনে প্রার্থী হিসেবে থাকে মকবুল। এমনকি মকবুল স্কুলের অভিভাবক নির্বাচনেও দাঁড়িয়ে যায়। এভাবে সব নির্বাচনে দাঁড়িয়ে ঝমেলা বাঁধানো মকবুলের স্বভাব। বিষয়টা অনেকটা ব্যবসার মতো। এলাকার এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে মকবুল দাঁড়ায় না। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে। অন্যদিকে তিনি ঝমেলা করলেও মকবুল তাকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। আর মকবুলকে ম্যানেজ করা কঠিন কিছু না। মূলত ম্যানেজ হওয়ার জন্যই সে বাগড়া বাঁধায়। এরপর এক পর্যায়ে তিনি ম্যানেজ হয়ে যান। অর্থাৎ তাকে খুশি করে দিলেই হাসি মুখে বসে পড়ে। তাকে ম্যানেজ করে সবকিছু করতে হয় বলে এলাকায় তার নাম হয়ে যায় ম্যানেজ মকবুল। মকবুলের ম্যানেজ ব্যবসা ভালোই চলছিল। কিন্তু একপর্যায়ে এসে ঘুরে যায় পরিস্থিতি। যে মকবুলকে সবাই ম্যানেজ করতে ব্যস্ত থাকত, সেই মকবুলই উল্টো সবাইকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগতে হয়। এমনিই গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটি আরটিভিতে বেলা ২টার সময় ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রচারিত হবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর