ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৫৫

যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দেখে এলেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ১১ আগস্ট ২০১৯  

ঢাকায় চিকিৎসাধীন যমজ শিশু রাবেয়া ও রোকেয়া দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তাদের দেখতে রোববার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে (সিএমইচে) যান।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সিএমএইচে চিকিৎসাধীন জোড়া লাগানো এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দুপুরে দেখতে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার পর তাদের দুইজনের মাথা আলাদা করা হয়েছে। তিনি তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।

 

এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের পর তাদের যুক্ত মাথা পৃথক করা হয়েছে। পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দুই দফা অস্ত্রোপচারের পর গত জানুয়ারিতে তিন বছরের রাবেয়া-রোকেয়াকে চিকিৎসার জন্য হাঙ্গেরি নেয়া হয়। সেখানে কয়েক মাসের চিকিৎসা শেষে তাদের সিএমএইচে আনা হয়।

 

২০১৬ সালের ১৬ জুলাই পাবনার চাটমোহরের আটলংকা গ্রামের রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন দম্পতির ঘরে জোড়া মাথা নিয়ে জন্ম নেয় রাবেয়া-রোকাইয়া।

 

অন্যান্য হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘুরে ২০১৭ সালের ২১ নভেম্বর ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় তাদের।

 

জয়নুল ও তৌফিকের শয্যাপাশে প্রধানমন্ত্রী

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী রোববার দুপুরে সামরিক সচিবকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে যান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে তিনি ইউনাটেড হাসপাতালে দীপু মনির স্বামীকে দেখে আসেন।

 

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন সামরিক সচিবের পাশে কিছু সময় অতিবাহিত করেন।

 

এর আগে সকালে শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজকে দেখে আসেন। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন বলে জানান প্রেস সচিব।

 

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান জানান, গত মাসেব্রেইন স্ট্রোকহওয়ার পর থেকে তিন সপ্তাহ ধরে সংজ্ঞাহীন অবস্থায় আছেন ৭২ বছর বয়সী তৌফীক নাওয়াজ।

 

এর মধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করে গেছেন। তারপরেও অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় তৌফীককে ভারতে নেয়ার প্রস্তুতি চলছে।