ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩২৫৩

যা যা করলে ঈমান বাড়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১০ ১০ জানুয়ারি ২০১৯  

ঈমান আরবি শব্দ। যার বাংলা অর্থ বিশ্বাস, স্বীকার, ভরসা ও আস্থা স্থাপন করা। ইসলামী শরিয়তের পরিভাষায় ঈমান হলো-আল্লাহতায়ালা ও তার গুণাবলিকে এবং রসুল (সা.) আনীত বিষয়াবলির প্রতি অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদানুযায়ী আমল করা।

অন্য কথায়, ঈমান হলো আল্লাহকে এক-অদ্বিতীয় বলে স্বীকার করা ও  আদেশ-নিষেধ মানা।

নবীজী (সা.) তার প্রেরিত রসুল হিসেবে বিশ্বাস করা ও তাকে অনুসরণ করা। ঈমানের রোকন বা স্তম্ভ ছয়টি। আল্লাহ, ফেরেশতা, আসমানী কিতাব, নবী-রাসুল, আখিরাত এবং তকদীরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।

ঈমান বৃদ্ধি পায়। এর মধ্যে নূর পয়দা হয়। ঈমান মজবুত হয়। আল্লাহর সমস্ত নাম ও গুণাবলিসহ আল্লাহতায়ালার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এ বিষয়ের জ্ঞান যত বৃদ্ধি পাবে, নিঃসন্দেহে তার ঈমানও তত বাড়বে। আল্লাহর নিদর্শনগুলো সম্পর্কে গবেষণা করা। মহান আল্লাহ মানবজাতিকে যে জীবন বিধান দিয়েছেন তা পুরোপুরিভাবে মেনে চলা । তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা। আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে মানুষ যত চিন্তা করবে, ততই তার ঈমান বাড়বে। বেশি করে সৎ কাজ করলেও ঈমান মজবুত হয়। তবে সেই সৎ কাজ অবশ্যই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে।

পক্ষান্তরে ঈমান দুর্বল হয়ে যায়।  নূর কমে যায়। এমনকি কখনো কখনো ঈমান নষ্ট হয়ে যায়। কুফর, শিরক, বিদআত করলে, রছম ও কুসংস্কার পালন করলে এবং গোনাহ করলে ঈমান ধ্বংস হয়ে যায়।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর