ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮২

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে উঠছে অর্গানিক খাদ্যশস্যের আবাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫৭ ২৫ ফেব্রুয়ারি ২০২২  

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে উঠছে অর্গানিক খাদ্যশস্যের আবাদ। বিদায়ী বছর দেশটির কৃষকদের বড় একটি অংশ অর্গানিক সয়াবিন আবাদ করেন।এ কারণে ওই বছর অর্গানিক খাদ্যশস্য আবাদ বেড়েছে। পণ্যবাজারের তথ্য সেবাদাতা ও অর্গানিক এবং নন-জিএমও কৃষিপণ্যের অনলাইন বিপণন প্রতিষ্ঠান মার্কারিস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কারিস জানায়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৯১ লাখ একর জমিতে অর্গানিক খাদ্যশস্য আবাদ হয়েছে।ঊর্ধ্বমুখী আবাদে জ্বালানি জুগিয়েছে সয়াবিন। ৪০ হাজার একর জমিতে তেলবীজটির আবাদ করা হয়।এক বছরে সয়াবিন উৎপাদন বেড়েছে ১৩ শতাংশ।শুধু তাই নয়, মাথাপিছু আবাদ ও উৎপাদনও বেড়েছে লক্ষণীয় মাত্রায়।

মার্কারিসের অর্থনীতিবিদ হেনরি উইলসন বলেন, গত বছরজুড়ে অব্যাহতভাবে সয়াবিনের দাম বাড়তে থাকে।এ কারণে ব্যাপক অর্গানিক সয়াবিন আবাদ করা হয়।কৃষকদের প্রত্যাশা, তেলবীজটির বাজারে ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকবে।চাঙ্গা বাজার থেকে বড় অংকের মুনাফার সুবিধা নিতেই তারা আবাদ বাড়ান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি অর্গানিক খাদ্যশস্য আবাদ হয়েছে মন্টানায়। এছাড়া ইলিনয়, লোওয়া, কানসাস ও নেবরাস্কায়ও আবাদ প্রসারিত হয়েছে

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর