ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৯

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ৮ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার বিজয়ে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস। এ নিয়ে দেশটির ২০০ বছরের নির্বাচন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি।

 

শুধু তাই নয়, এর আগে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কেউ এত বড় পদে বসেননি। কমলাই প্রথম দক্ষিণ এশীয় মার্কিনি এবং প্রথম  কৃষ্ণাঙ্গ, যিনি আমেরিকার রাজনীতিতে এত উচ্চ পদে আসীন হলেন।

 

টুইটবার্তায় কমলা বলেন, এই নির্বাচন আমার বা বাইডেনের চেয়ে দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের আত্মা। সামনে অনেক কাজ পড়ে আছে। চলুন আমরা শুরু করি।

 

ক্যালিফোর্নিয়ার একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন কমলা। বয়স ৫৪ চলছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, স্টেট অ্যাটর্নি জেনারেল ও সিনেটর হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য তিনি।

 

বাবা জ্যামাইকা ও মা ভারতের তামিলনাড়ুর। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমোক্র্যাট থেকে মনোনয়ন চান কমলা। পরে তিনি সরে দাঁড়ান। এরপর বাইডেন তাকে রানিংমেট করেন। তিনি যুক্ত হওয়ায় ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারে গতি আসে। বিশেষ করে ভারতীয় আমেরিকানদের কাছে দলের জনপ্রিয়তা বাড়ে।

 

এর আগে আমেরিকার নির্বাচন ইতিহাসে দুইজন নারী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। একজন সারাহ পলিন, তিনি ২০০৮ সালে রিপাবলিকান পার্টি থেকে মনোনীত ছিলেন। আরেকজন জেরালডিন ফেরারো, যিনি ১৯৮৪ সালে ডেমোক্র্যাট মনোনীত ছিলেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর