ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৭৪

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৩ ১৬ সেপ্টেম্বর ২০২০  

করেনা মহামারির কারণে বিশ্বে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশংকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে।

চীনের উহান থেকে উৎপত্তির পর এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই । ফেব্রুয়ারি থেকে টানা কয়েক মাস ধরে  করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রে এর মধ্যেই করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১৯৭ জন। 

দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৫ লাখ ১৯ হাজার ৮৬৪। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৪ হাজার ১৬৫ জন।

 জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনৃুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ১ হাজার ৩৩৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৯৫ হাজার ৬৩৭ জন। 

 মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৮৫।   একদিনেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ১৪৪ জন। দেশটির সব অঙ্গরাজ্যে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। 

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া। অপরদিকে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউইয়র্ক এবং জর্জিয়ায় সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর