ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৮

যুক্তরাষ্ট্রে তুষারঝড়: ঠান্ডায় জমে ৫৯ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৪ ২৯ ডিসেম্বর ২০২২  

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের বড় আকারের তুষারঝড় বয়ে গেছে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে। বুধবারের সেই ঝড়ের জেরে তাপমাত্রা ব্যাপকভাবে নেমে যাওয়ায় ঠান্ডায় জমে দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত ৫৯ জনের। ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি ছিল দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউইয়র্কের পশ্চিমাঞ্চল। মৃত এই ৫৯ জনের মধ্যে ৩৭ জনই নিউইয়র্কের। খবর-সিএনএন
যুক্তরাষ্ট্রের এখন বড়দিনের ছুটি চলছে; এমনিতে এ সময় দেশটিতে তীব্র শীত থাকলেও তুষারঝড়ের প্রভাবে তাপমাত্রার পারদ যে পর্যায়ে নেমেছে, এর আগে দেখা যায়নি বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঝড়ের জেরে তাপমাত্রার অতিরিক্ত নেমে যাওয়ায় ঘর গরম রাখতে বিদ্যুতের চাহিদা বেশ কয়েগুণ বেড়ে গেছে, ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সৃষ্টি হয়েছে বিপুল চাপ। এই চাপের কারণে নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। লাখ লাখ মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর