ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬২

যেভাবে আদর্শ দম্পতি হওয়া যায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২২ ২ মার্চ ২০২১  

আসলে সুখটা সবসময়ই আপেক্ষিক। কিন্তু সেই ক্ষণস্থায়ী সময়ের মধ্যেই আমাদের খুঁজে নিতে হয় শান্তি। সেইসঙ্গে আপনজনকেও দিতে হয় শান্তি। তবে এজন্য খুব পরিশ্রম লাগে না। শুধু দরকার একটু বুদ্ধি আর ভালোবাসা। মন থেকে যাই করবেন, সেটাই ভালোবাসায় ফুটে উঠবে।

 

১. আজকাল আমরা বড্ডো যান্ত্রিক হয়ে গিয়েছি। তাই এই যান্ত্রিকতার আড়াল থেকে নিজেকে বের করুন। সময় বের করে নিজেই লিখুন মনের কথা নিজের হাতে। একে অপরকে তুলে দিন সেই চিঠি। দেখবেন এক অন্য আনন্দে ভাসছেন দুজনেই। সেখানে যে হাতের ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া থাকে তা পাওয়া যায় না সেই মেসেজে।

 

২. আপনারা একে অপরের বাড়ি সম্পর্কে জানুন। কারো বাড়ি একটু দূরে হলে ঘুরেও আসতে পারেন কয়েক দিনের ছুটিতে। এতে দুই বাড়ি একে অপরকে জানবে। বিয়ে বা সম্পর্ক শুধু দুই মানুষের মধ্যে হয় না, হয় দুটি পরিবারের মধ্যেও। নিজেদের জায়গার বিশেষত্ব জানান। আবার সেই জায়গা ঘুরে আপনার সঙ্গীর কেমন লাগলো সেটাও জানুন।

 

৩. শুক্রবারের ছুটিতে যেতে পারেন পিকনিক। এজন্য যে শুধু শীতকালই যথোপযুক্ত তা নয় একেবারেই। দরকার শুধু ঘুরতে যাওয়ার মন আর ইচ্ছে। সঙ্গীর সঙ্গে খোলা আকাশের নীচে সময় কাটালেই সব সমস্যা দেখবেন নিজের থেকেই উবে যাচ্ছে। সেখানে চাইলে একটু নৌকায় ঘোরা বা দোলনায় চেপে শৈশবে হারিয়ে যাওয়া এসবও করতে পারেন।

 

৪. বাড়ির মধ্যে একটু ঘনিষ্ঠ হতেই পারেন। ধরুন কেউ নেই বাড়িতে। সেই সুযোগেই রোম্যান্স জাগিয়ে তুলুন আবার। সঙ্গীকে কীভাবে চান বা আপনি তার থেকে শারীরিকভাবে কী চান অর্থাৎ আপনার গোপন ফ্যান্টাসি জানিয়ে দিন তাকে। হয়তো সেও সুযোগ খুঁজছিল।


৫. মনকে শান্তি দিতে সপ্তাহে একদিন বা মাসে একদিন গেলেন স্পাতে। দুজনেই নিলেন স্পা। দেখবেন মন ও শরীর একেবারে চনমনে হয়ে গেছে। ফলে ফিরে এসেছে সেই বহুকাল আগে হারিয়ে যাওয়া উদ্দীপনা ও জোশ। এজন্য আপনাদের পারস্পরিক সম্পর্কও দৃঢ় হবে।