ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৯০

যেসব উপায়ে পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে পারেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ২২ নভেম্বর ২০২০  

প্রেম, ভালোবাসা এমন এক অনুভূতি, যা ভালোলাগার মানুষের জন্য অনুভব করা যায়। কেউ কাউকে জোর করে ভালোবাসতে বাধ্য করতে পারেন না। প্রেমের অর্থ হলো নিজের জন্য নয়, বরং যাকে ভালোবাসেন তার খুশির দিকে খেয়াল রাখা। 

 

যখন কোনও ব্যক্তি প্রেমে পড়ে, তখন সে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করে। আপনি যদি কাউকে পছন্দ করেন এবং পছন্দের মানুষের মনেও যদি আপনার প্রতি ভালো অনুভূতি থাকে, তাহলে কিছু উপায়ে ভালোবাসা পেতে পারেন। 

 

জ্যোতিষশাস্ত্রে কিছু পন্থা উল্লেখ করা হয়েছে, যেগুলোর সাহায্যে পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে পারেন। তবে এসব উপায় তাদের জন্যই কার্যকরী হবে, যারা সত্যিই একে অপরকে চান এবং মনেপ্রাণে ভালোবাসেন। আর যারা জোর করে কাউকে নিজের করতে চান, তাদের ক্ষেত্রে এই পদক্ষেপগুলো কার্যকর হবে না। 

 

# ভালোবাসার জন্য সৃষ্টিকর্তর কাছে প্রার্থনা করুন। জপ করুন। 

 

# প্রেমিক-প্রেমিকাদের শনিবার এবং অমাবস্যার দিন দেখা করা উচিত নয়। ওই দিনে সাক্ষাৎ করলে বিতর্ক হওয়ার ঝুঁকি থাকে, ঝামেলা বাড়ে। শুক্রবার এবং পূর্ণিমার দিন দেখা করার জন্য শুভ। যে মাসে পূর্ণিমা শুক্রবারে পড়েছে, সেই তারিখটি সবচেয়ে শুভ। দিনটিতে একে অপরের প্রতি ভালোবাসা-প্রেম বাড়ে। 

 

# একে অপরকে কালো রঙের কোনও জিনিস দেবেন না। এমনকি উপহার হিসেবেও নয়। এর ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। সঙ্গীকে হীরা বা আমেরিকান ডায়মন্ড দিতে পারেন। এটি অত্যন্ত শুভ। তবে কালো বা নীল রঙের দেবেন না। লাল, হলুদ, গোলাপী বা সোনালি রঙের আইটেম উপহার হিসেবে একে অপরকে দিতে পারেন।

 

# যারা হিন্দু তারা প্রেমের বিবাহে আসা বাধা থেকে মুক্তি পেতে প্রতি শুক্রবার রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে দর্শন করুন। ফুলের মালা ও মিছরি অর্পণ করুন। সাফল্য পেতে পারেন।