ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬২

যেসব কঠিন রোগ দূর করে মোচা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৫ ৯ মার্চ ২০২১  

কলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারি, তা আমরা সবাই জানি। এতে অনেক ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। তবে শুধু কলাই নয়, এর মোচাও আমাদের স্বাস্থ্যের জন্য খুব কার্যকরী। এটি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। বিশেষত বাঙালি বাড়িতে মোচা দিয়ে বিভিন্ন রকমের পদ রান্না করা হয়। 


এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। কিন্তু এর উপকারিতা সম্পর্কে অনেকেই অবগত নন। আজ আমরা এই আর্টিকেলে কলার মোচা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানাব। এতে মিথানল এক্সট্র্যাক্ট থাকে, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, ভিটামিন বি৬, সি এবং ফাইবারও রয়েছে। 


এছাড়া মোচায় ভিটামিন ই এবং প্রোটিনও রয়েছে। এসব পুষ্টিগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। তাহলে দেখে নিন এটি খেলে কী কী উপকার হয়- 

 

ঋতুস্রাবের সমস্যা মেটায় 
কলার মোচা ঋতুস্রাবের সমস্যার সমাধান করতে পারে। পিরিয়ডের ব্যথা কমাতে এবং অতিরিক্ত রক্তপাতের সমস্যা সমাধানে এর জুড়ি মেলা ভার। এটি দেহে প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধি ঘটায়। এছাড়া পেটের বিভিন্ন সমস্যা যেমন-কোষ্ঠকাঠিন্য এবং পেট ফোলা প্রতিরোধ করতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের (PCOS) ক্ষেত্রেও খুব কার্যকর। 


মেজাজ ভালো রাখে 
কলার মোচায় ম্যাগনেসিয়াম থাকে। এই উপাদান উদ্বেগ ও হতাশা হ্রাস করতে সহায়তা করে। এটি মুড সুইং নিয়ন্ত্রণ করে। উদ্বেগ কমাতে সাহায্য করে। সেটি খেলে প্রাকৃতিকভাবেই আপনার ডিপ্রেশন কাটাতে সাহায্য করবে! 

 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে 
মোচা লো গ্লাইসেমিক সূচক খাদ্য, যা ডায়াবেটিসের মাত্রা অনেকাংশে নিয়ন্ত্রণ করে। আজকাল প্রতি ১০ জনের পাঁচজনই এ রোগী। এই সমস্যা নিয়ন্ত্রণ করতে এটি ভালো বিকল্প। হৃদরোগের ক্ষেত্রেও অত্যন্ত উপকারি। 


দীর্ঘস্থায়ী অবস্থা প্রতিরোধ করে 
মোচায় থাকা উচ্চ পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি ব়্যাডিকালের বিরুদ্ধে লড়াই করে। অক্সিডেটিভ ড্যামেজ রোধ করে এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। 


ওজন কমায় 
ওজন কমাতেও সাহায্য করে মোচা। একটি গবেষণা অনুসারে, এতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এটি খেলে পেট ভরা থাকে এবং খিদেও কমে যায়। 


প্রচুর আয়রন থাকে 
কলার মোচায় আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এটি হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে। শরীরে রক্তের অভাবও দূর করে। এতে পটাসিয়াম, ক্যালসিয়াম, তামা, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম ও ভিটামিন-ই রয়েছে। 


ইনফেকশন প্রতিরোধ করে
কলার মোচার পুষ্টিগুণ অপরিসীম। এতে থাকা উপাদান জীবাণুর সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। এটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়।