ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮৪৪

রংপুর মেয়রের জাপা থেকে পদত্যাগের হুমকি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫১ ৩১ মার্চ ২০১৯  

গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে পুনরায় দায়িত্ব দেয়া না হলে রংপুর বিভাগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণপদত্যাগের হুমকি দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেই সঙ্গে রংপুর বিভাগের জাতীয় পার্টির সব কর্মকাণ্ড রুখে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রোববার দুপুরে জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মেয়র এই হুঁশিয়ারি দেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং দলের প্রেসিডিয়াম সদস্য। তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত একমাত্র মেয়র।

মেয়র মোস্তফা বলেন, ‘একটি মহল দলকে ভেঙে ফেলতে নানামুখী ষড়যন্ত্র করছে। আমরা রংপুর অঞ্চলের মানুষ সেই ষড়যন্ত্রকে রুখে দেব। জিএম কাদেরের মতো একজ সৎ রাজনীতিবিদকে নিয়ে যারা নোংরা খেলায় মেতেছেন তাদের আশা এবং ইচ্ছা কোনোটাই পূরণ হবে না।’ এ সময় তিনি গোলাম মোহাম্মদ কাদেরকে দলের কো-চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় উপনেতার পদে পুনর্বহালের দাবি জানান।

মেয়র আরও বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শের সংগঠন জাতীয় ছাত্র সমাজ, যা শিক্ষার্থীদের দাবি আদায়ে সামনের কাতারে ভূমিকা রাখছে। তারা অস্ত্র নয় কলমযুদ্ধে এগিয়ে যাবে দেশ ও জাতির জন্যে। ছাত্র সমাজের নেতাকর্মীরা কখনোই টেন্ডারবাজি, চাঁদাবজি করবে না।’

রংপুর মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াছির আরাফাত আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান সাফি, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, আমিনুল ইসলাম প্রমুখ।