ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৮৫

রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ১ নভেম্বর ২০২১  

জাতীয় সংসদের বিরোধীদলীয়  নেতা রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মাঝেমধ্যে চোখ খুললেও  কথা বলতে পারছেন না। 
পারিবারিক সূত্র জানায়,  রওশন এরশাদকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পর সেচুরেশন ৯৬-তে আছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা ভালো না। এ অবস্থায়  বিদেশে নেওয়া সম্ভব নয়। 

জানা গেছে, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।

হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।