ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৫

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৭ ৮ মার্চ ২০২৪  

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই শ্রেণি কার্যক্রম চলবে।

 

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

 

এ সময়সূচি ঢাকা মহানগরীসহ সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময়সূচির মধ্যে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি রেখে শ্রেণি কার্যক্রমের রুটিন তৈরি করবেন। এই সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।