ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৫৬৫

রাঙামাটিতে গরু ফসল খাওয়ায় ২ জনকে কুপিয়ে হত্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ২৯ নভেম্বর ২০১৯  

রাঙামাটিতে গরু ফসল খাওয়ায় দুইজনকে কুপিয়ে হত্যা করেছেন এক প্রতিবেশী। এছাড়া দুইজনকে আহত করেছে তিনি।
জেলার বিলাইছড়ি থানার ওসি মো. পারভেজ আলী বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে বিলাইছড়ি ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের দীপংকর তংচঙ্গ্যা (২৫) ও শ্রীকান্ত তংচঙ্গ্যা (২৭)। আর আহত হয়েছেন সোনাবালা তংচঙ্গ্যা (৩১) ও প্রশান্ত তংচঙ্গ্যা (৮)। হতাহত সবাই ওই গ্রামের স্বপন তংচঙ্গ্যার পরিবারের সদস্য।
ওসি পারভেজ বলেন, তংচঙ্গ্যাদের গরু ফসল খাওয়ায় প্রতিবেশী লক্ষ্মীদয় মারমা ধারালো দা নিয়ে স্বপন তংচঙ্গ্যার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। তার দায়ের কোপে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন। 
এছাড়া দায়ের কোপে আরো দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক বলেন জানান তিনি। 
পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওসি বলেন, হামলাকারী লক্ষ্মীদয় মারমা পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি ঘটনা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর