ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৩৯

রাজধানীতে তৈরী হচ্ছে ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ১৮ অক্টোবর ২০১৯  

সাইকেল চালানোর জন্য আলাদা সাইকেল লেন হচ্ছে। প্রথম ধাপে রাজধানীর আগারগাঁওয়ে তৈরী করা হচ্ছে প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন। থাকবে সাইকেল ভাড়া দেয়ারও ব্যবস্থাও। জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

 শুক্রবার সকালে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে মাদকবিরোধী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব  তথ্য জানান।

মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল-অ্যাপসের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। তাদের ঘর থেকে বেরিয়ে মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। সাইক্লিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে।

হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ৫ কিলোমিটার দীর্ঘ 'রান ফর ব্রেকিং ড্রাগস' শিরোনামের ম্যারাথন দৌড়ে প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।

মেয়র বলেন, ম্যারাথনের মতো আয়োজন আরো করা উচিত। আমরা চাচ্ছি অন্যান্য বড় রাস্তায়ও সাইক্লিং বা ম্যারাথনের আয়োজন হোক।

সুস্থতার জন্য শরীরচর্চা এবং চলাচলের ক্ষেত্রে নগরীর যানজট এড়াতে সাইকেল লেন খুবই উপযোগী বলে জানিয়েছেন তরুণরা।