ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৭৩

রাজধানীতে ৯ বাসে আগুন, নিরাপত্তা জোরদার, আটক ১০

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৫ ১২ নভেম্বর ২০২০  

রাজধানীতে হঠাৎ করে ৯টি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার উদ্দেশেই সরকারি বাস এবং রাস্তায় চলাচল করা যানবাহনে আগুন দেয়া হয়েছে। এমনটাই মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টার মধ্যে প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, কাঁটাবন মোড়, শাহজাহানপুর, নয়াপল্টন, ভাটারা প্রগতি সরণী কোকাকোলা মোড় এবং মতিঝিলের পূর্বালী পেট্রোল পাম্প এলাকায় বাসে আগুন দেয়া হয়।

 

দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় এসব বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। কাঁটাবনে আগুন দেয়া বাসটি পুরোপুরি পুড়ে গেছে। অন্যগুলো পুড়েছে আংশিক। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

 

পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী বেসে উঠে বাসের পেছনে আগুন ধরিয়ে দ্রুত নেমে যায় দুর্বৃত্তরা। 
অগ্নিকাণ্ডের পরপরই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক প্লাটুন পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়। আশেপাশের সড়ক ও গলিতেও রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। 

 

বাসে আগুন দেয়ার পরই নয়াপল্টন বিএনপি অফিসের সামনে থেকে ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 
তবে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার জামিল হাসান বলেন, বিএনপি অফিসের সামনে থেকে নয়। গাড়ি পোড়ানোর অভিযোগে তাদেরকে আশপাশ এলাকা থেকে আটক করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে উত্তরা থেকে একজনকে আটক করেছে পুলিশ।  তিনি বলেন, অগ্নিকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে এগুলো পূর্ব পরিকল্পিত। নিঃসন্দেহে সহিংসতার উদ্দেশেই পার্কিং করা সরকারি যানবাহনে এবং রাস্তায় চলমান গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা-১৮ আসনে চলমান উপনির্বাচনকে কেন্দ্র করে একযোগে বাসে আগুন দেয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

বিএনপি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান সম্পর্কে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানীর কয়েকটি জায়গায় প্রায় একযোগে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা এখানে অবস্থান নিয়েছি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর