ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৫৬২

‘রাজাকার তালিকা তৈরির ব্যয় নিয়ে কিছুই বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৫ ১৯ ডিসেম্বর ২০১৯  

রাজাকার তালিকা তৈরির ব্যয় বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদ সম্মেলনে কোনো কিছুই বলেননি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘রাজাকারের তালিকার বিষয়ে গত ১৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের দপ্তরে সে সংবাদ সম্মেলন হয় সেখানে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সরকারিভাবে সংরক্ষিত আছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকারের তালিকা প্রণয়নের ব্যয় বিষয়ে কোনোকিছুই বলেননি। কিন্তু কোনো কোনো গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যয়ের বিষয়টি প্রচার করছে যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।’

এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের বরাতে ‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

ওই সংবাদটি আমলে নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন: রাজাকারের তালিকা প্রণোয়নে একটি পয়সাও খরচ করা হয়নি।

বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রী জানিয়েছেন : তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্নই আসে না। এটি একটি অসত্য তথ্য।

হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন : কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ তথ্যের সত্যতা অস্বীকার করলো।

 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর