ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯০৭

অল্পের জন্য রক্ষা ৩৩ প্রাণের

রানওয়েতে ছিটকে পড়লো বিমান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৫ ৮ মে ২০১৯  

খারাপ আবহাওয়ায় মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রুসহ বিমানের ৩৩ যাত্রী।

আজ বুধবার সন্ধ্যা ৬টার পর দিকে অবতরণের সময় বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে।  

মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, ড্যাশ-৮ উড়োজাহাজটি  ৭৪ জন যাত্রী ধারণে সক্ষম।

ওই উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।এদের মধ্যে ১৫ জন আহত হয়েছেন। সবাইকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি-০৬০। 

বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনার মুখে পড়ে।

এভিয়েশন সেইফটি নেটওয়ার্ক জানিয়েছে, উড়োজাহাজটির ফিউজিলাজ ভেঙে তিন টুকরো হয়ে গেছে। তলাও ফেটে গেছে। তবে দুর্ঘটনার পর ওই বিমানে আগুন ধরেনি।

ফ্লাইটটির সব যাত্রীকে দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট রাত ১০টায় ঢাকা থেকে ইয়াঙ্গুনে যাচ্ছে বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।