ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৪৫

রাস্তাঘাটে কুকুর তাড়া দিলে কী করবেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ১৮ জানুয়ারি ২০১৯  

রাস্তাঘাটে চলতে ফিরতে কুকুরের তাড়া খাননি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। হঠাৎ কুকুর তাড়া দিলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। হতভম্ব হয়ে কী করা যায় তাও ভেবে পাওয়া যায় না। মাঝে মধ্যে দুর্ঘটনার কবলেও পড়তে হয়।

এ পরিস্থিতিতে কী করা উচিত-তা অনেকেরই অজানা। তাই হঠাৎ কুকুর তাড়া দিলে মাথা ঠান্ডা রেখে নিচের কাজগুলো করতে হবে। সমাধান মিললে এতেই মিলবে।

# কোনো অবস্থাতেই দৌড়ানো যাবে না। দৌড়ালে কুকুরটি আরও ক্ষেপে যাবে।

# অবস্থা বেগতিক হলে বসে পড়ুন। এতে কুকুরটি আপনার দিকে আর এগোবে না।

# কখনও ভয় পাবেন না। কারণ, মানুষের ভয়-ভীতি কুকুর টের পায়। এতে সে আরও তাড়া করতে পারে।

# কুকুরটিকে আড়চোখে দেখতে হবে। সরাসরি চোখে দেখলে সে আরও হিংস্র হয়ে উঠবে।

# কোনো অবস্থাতেই তাকে তাড়া করবেন না। এতে প্রাণিটি আপনাকে বড় সমস্যা ভাববে।

# হাতের কাছে কিছু পেলে তা তুলে দূরে ছুড়ে মারুন। কুকুরটির মনোযোগ আপনার দিক থেকে সরে যাবে।

# যদি কিছু না পান তবে মিছেমিছি কিছু একটা ছোড়ার ভঙ্গি করুন।