ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৮৭

রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে: লিটন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৮ ১ মার্চ ২০১৯  

ভোট কোনো হাসি-তামাশা কিংবা ছেলেখেলার বিষয় নয়। ভোটের গুরুত্ব অনেক। একটা রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট-পালট করে দিতে পারে। এক্ষেত্রে অস্ত্রেরও দরকার পড়ে না। একজন রাষ্ট্রপতির ভোটের যে মূল্য, একজন সাধারণ মানুষের ভোটের একই মূল্য। মতামত দেয়ার সুন্দর পন্থা হচ্ছে ভোট। নির্বাচনে শুধু সরকার গঠন নয়, সর্বক্ষেত্রেই ভোটের মূল্য অনেক।

কথাগুলো বললেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, সারা বাংলাদেশে যারা নতুন ভোটার হবেন, তারা যেন সুচিন্তিতভাবে সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ভোট দেয়। কারণ বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে উঠে গেছে, এই যাত্রা যেন থেমে না যায়। এজন্য নতুন ভোটারদের উন্নয়নের পক্ষে রায় দেয়ার আহ্বান জানাচ্ছি।

মেয়র বলেন, ধীরে ধীরে তিল তিল করে রাজশাহীকে সাজিয়ে তুলছি। মাদকমুক্ত, বসবাসযোগ্য ও কর্মচাঞ্চল্যমুখর রাজশাহী গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। রাজশাহীতে ব্যাপক উন্নয়নে এরইমধ্যে চিনের বিখ্যাত কোম্পানি পাওয়ার চায়নার সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা মাস্টারপ্ল্যান করে উন্নয়ন করতে আগ্রহ প্রকাশ করেছেন। পাওয়ার চায়নার বিনিয়োগে মাধ্যমে দেশের সবার আগে সর্বক্ষেত্রে চমৎকার শহর হবে রাজশাহী।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন। বতর্মান সরকারের উন্নয়ন দেখে এখনো যারা চোখ বন্ধ করে আছেন, তারা চোখ খুলে দেখুন দেশ কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও আলোচনা করেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুয়াজেত হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর