ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৩

রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৬ ২ এপ্রিল ২০২৩  

চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক নির্মাতা। শনিবার দুপুরে এই নায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক, পরিচালক সমিতি এবং শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন তিনি।


নির্মাতা হারুনুর রশীদের দাবি, তিনি ‘অ্যাড প্লাস’ নামে বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে ‘রংপুর কেমিক্যাল লিমিটেড’ (আরসিএল)-এর বিজ্ঞাপন নির্মাণের কাজ নেয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়। কিন্তু রিয়াজ তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আরসিএলের কর্মকর্তাদের খেপিয়ে তুলে কাজটি তার প্রতিষ্ঠান ‘পিংক ক্রিয়েশন লিমিটেড’-এর নিয়ন্ত্রণে নেন। যার ফলে আরসিএলের সঙ্গে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।


এদিকে নতুন চুক্তি অনুয়ায়ী শুক্রবার (৩১ মার্চ) থেকে শুটিংও শুরু করেছেন রিয়াজ ও তার দল। অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়াজ বলেন, ‘আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু নির্মাতা হারুনুর রশীদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা আমি বুঝতে পারছি না। এখানে কোম্পানির সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কোম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি।’

 

এই চিত্রনায়ক আরও বলেন, কোম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটাতো আমার বিষয় নয়। আমি এখানে কিভাবে এলাম এটা বুঝতে পারছি না। আমি শিল্পী। তিনি যদি আমাকে কাজের প্রস্তাব দেন সেটি আমার পছন্দ হলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই।’   

 

এদিকে বিষয়টি নিয়ে সমিতিতে আর্জি জানিয়ে ওই নির্মাতা বলেন, ‘আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর