ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৯৭

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৫ ১০ জুলাই ২০২১  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 
তিনি বলেন, কারখানার আগুনের ঘটনায় মামলা হবে। তদন্ত করে দোষীদের বিচার হবে। ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গাফিলতি বিন্দুমাত্র থাকলে কারও ছাড় নেই।

শনিবার দুপুরে রুপগঞ্জে কারখানা পরিদর্শনে এসে গণমাধ্যমকে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তের পরই বলা যাবে কার দোষ কতটুকু। কিন্তু তদন্তে কারো নির্মাণ ত্রুটি, শ্রমিক পরিচালনায় ত্রুটি বা কেউ যদি সামান্য ভুলও করে থাকেন তবে তাকে ছাড় দেওয়া হবে না।  কারখানায় শিশুশ্রম বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে সেটি বেরিয়ে আসলে অবশ্যই বিচার হবে।  গাফিলতি যদি পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
তিনি বলেন, আমরা মামলা করবো এবং সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নিবো। এছাড়া আহতদের সুচিকিৎসা এবং নিহতের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর