ঢাকা, ০৩ ফেব্রুয়ারি সোমবার, ২০২৫ || ২০ মাঘ ১৪৩১
good-food
১৬

রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৬১ শতাংশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৫ ২ ফেব্রুয়ারি ২০২৫  

চলতি বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ৭ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৪০ শতাংশ বেশি। আর চলমান অর্থবছরের প্রথম ৭ মাসে বেশি এসেছে ২৩ দশমিক ৬১ শতাংশ। রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

 

এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই–জানুয়ারিতে ১৫৯৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১২৯১ কোটি ডলার। এই হিসাবে ৭ মাসে প্রবাসী আয় বেড়েছে ৩০৫ কোটি ডলার বা ২৩ দশমিক ৬১ শতাংশ। এর আগে গত ডিসেম্বরে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। ওই মানে ২৬৪ কোটি ডলার পাঠান পবাসীরা। 

 

এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইতে। করোনার মধ্যে যা ছিল ২৬০ কোটি ডলার। মূলত, ওই সময় বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে হুন্ডি চাহিদা তলানিতে ঠেকেছিল। ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছিল।

 

অর্থনীতি বিশ্লেষকরা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর রেমিট্যান্সসহ বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পেয়েছে। যার প্রধান কারণ হুন্ডি চাহিদা কমেছে। বাণিজ্যের আড়ালে কিংবা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দেশের বাইরে পাঠানো ব্যক্তিদের বেশিরভাগই এখন দৌড়ের ওপরে আছেন। তাতে ভোগ্যপণ্যসহ বিভিন্ন আমদানিতে কম মূল্য দেখিয়ে এলসি খোলার প্রবণতা কমেছে। 

 

তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থপাচারে কড়াকড়ি করছে অন্তর্বর্তী সরকার। আবার ঋণ জালিয়াতি, রাজস্ব ফাঁকি, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত ১০টি গ্রুপের অনিয়ম তদন্ত হচ্ছে। এছাড়া পাচার করা অর্থ দেশে আনার চেষ্টা চলছে। ফলে রেমিট্যান্স বাড়ছে।