ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৫৬২

রোববার বনানী কবরস্থানে নাসিমের দাফন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৩ ১৩ জুন ২০২০  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে রাজধানীর বনানী কবরস্থানে আগামীকাল রোববার দাফন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় জানিয়েছেন,আগামীকাল (রোববার) সাড়ে ১০টায় বনানী জামে মসজিদের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে  বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সচেতনতার দিকটি বিবেচনায় রেখে মোহাম্মদ নাসিমের মরদেহ সিরাজগঞ্জে নিজ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে না।

করোনা উপসর্গ নিয়ে বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক হয় তাঁর। অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। 

 লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর