ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৬৪

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: পিটার হাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৩ ২৯ সেপ্টেম্বর ২০২২  

র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, তবে সংস্কার হলে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়াটা কোনো শাস্তি নয়। তারা যেন তাদের আচরণ পরিবর্তন করে, সেজন্যই দেয়া হয়েছে। বাংলাদেশে নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র। তারা কাজ করছে। আশা করছি, র‍্যাবের আচরণ পরিবর্তন হবে।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্দো প্যাসিফিক কৌশল- আইপিএসে বাংলাদেশের যোগ দেয়া না দেয়াটা কোনো বিষয় নয়। কারণ, এটা একটি নীতি। সেটা বাংলাদেশ কিভাবে নেয়, তা দেখার বিষয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ- বিআরআইয়ে যোগ দেয়াটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এদেশ কোন জোটে যোগ দেবে, সেটা তাদের বিষয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর