ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩২৫

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৮ ২৬ ডিসেম্বর ২০২১  

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ৭ নং পোনাবালিয়া ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন মামলাটি করেন।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় গ্রামপুলিশ জাহাঙ্গীর বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।

 

ওসি বলেন, লঞ্চে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের কয়েকটি তদন্ত দল কাজ করছে। তাদের প্রতিবেদন  পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইঞ্জিনে বিস্ফোরণের পর পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে। সেটি ভাসতে ভাসতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরি এলাকার সুগন্ধা নদীর তীরে আটকে যায়।

 

এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত ৮১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ১৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর ৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

এরই মধ্যে ৩০ জনকে গণকবর দেয়া হয়েছে। আর ৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর