ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৭

লস অ্যাঞ্জেলেসের দাবানল ভয়াবহ আকার নিয়েছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৭ ১৩ জানুয়ারি ২০২৫  

রোববার (১২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল জানিয়েছে, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪-এ উন্নীত হয়েছে। ইটনে ১৬ জন এবং প্যালিসেডস এলাকায় ৮ জনের মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরো  ১৬ জন। লস অ্যাঞ্জেলেসের আশপাশে তিনটি জায়গা পুড়ছে দাবানলে।

 

ক্যালিফোর্নিয়ায় আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, লস অ্যাঞ্জেলেসের চারপাশের দাবানলকে উস্কে দেয়া তীব্র বাতাস এই সপ্তাহে আবার বাড়তে পারে। এরই মধ্যে অগ্নিনির্বাপক কর্মীরা তিনটি দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন। খবর বিবিসি।

 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল জানিয়েছে, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪-এ উন্নীত হয়েছে। ইটনে ১৬ জন এবং প্যালিসেডস এলাকায় ৮ জনের মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১৬ জন। লস অ্যাঞ্জেলেসের আশপাশে তিনটি জায়গা পুড়ছে দাবানলে।

 

স্থানীয় কর্মকর্তারা সতর্ক করেছেন যে তুলনামূলকভাবে শান্ত এক সপ্তাহান্তের পর, প্রচণ্ড শুষ্ক সান্তা আনা বায়ুপ্রবাহ বুধবার পর্যন্ত ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা) পর্যন্ত বেগে প্রবাহিত হতে পারে। এতে বাড়তে পারে দাবানল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর