ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৭

লোহা গলানোর সময় আগুনে পুড়লেন ৭ শ্রমিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৫ ৯ ফেব্রুয়ারি ২০২০  

রাজধানীর কদমতলীতে একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কদমতলীর কামাল স্টিল মিলস নামে কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হচ্ছেন- রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ আব্দুল খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, দগ্ধদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ, সুজনের ১৯ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।


কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল জানান, কাজের চাপ থাকায় ৭ শ্রমিক রাতে কারখানায় লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। এতে শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর