ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৬৬

শপথ নিয়েই ট্রাম্পের ১৫ পদক্ষেপ বাতিল করলেন বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৪ ২১ জানুয়ারি ২০২১  

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্পের বির্তকিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন। এদিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দুটি দাফতরিক নথিতে সই করেছেন। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এসব আদেশে সই করেন নতুন প্রেসিডেন্ট।

 

নির্বাহী আদেশে স্বাক্ষরের দিক থেকে ট্রাম্প ও বারাক ওবামাকে পেছনে ফেলেছেন বাইডেন। ট্রাম্প শপথ গ্রহণের পর দুই সপ্তাহে ৮টি এবং বারাক ওবামা ৯টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, এসব নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে তিনি দেরি করতে রাজি নন।

 

সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মার্কিনিদের ফিরিয়ে এনেছেন, অভিবাসন নীতি সংশোধন করেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করেছেন, অর্থনৈতিক পুনসংস্কার করেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর