ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২১৭

শপথ নেয়ার পর ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৩ ২৬ জানুয়ারি ২০২২  

রাঙামাটিতে শপথ নেয়ার পর চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলায় প্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। 

 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে শপথ নেন ওই চার ইউপি চেয়ারম্যান। এরপর ডিসির কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা এবং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

 

এ বিষয়ে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জণ ঘোষ বলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওই চার ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর