ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৯৯

শহীদুজ্জামান ডেপুটি স্পিকার লিটন হচ্ছেন চিফ হুইপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৮ ২৯ জানুয়ারি ২০১৯  

আগামীকাল বুধবার ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।একাদশ জাতীয় সংসদে  স্পিকার পদে শিরিন শারমীন চেৌধুরীই থাকছেন।  ডেপুটি স্পিকার হচ্ছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, যিনি দশম সংসদে হুইপের দায়িত্ব পালন করেছিলেন। চিফ হুইপ হবেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন। দশম সংসদে ডেপুটি স্পিকার ছিলেন ফজলে রাব্বি মিয়া। অন্যদিকে দশম সংসদে চিফ হুইপ ছিলেন আ স ম ফিরোজ।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়াও জাতীয় সংসদের হুইপ হয়েছেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম, খুলনা-১ আসনের পঞ্চানন বিশ্বাস এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর নিয়োগ প্রায় চুড়ান্ত। তাদের মধ্যে আতিউর রহমান ও ইকবালুর রহিম ১০ম জাতীয় সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন।

গত বছরের ৩০ ডিসেম্বর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তিনবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন এবারের মন্ত্রিসভা চমকে ঠাসা। ৪৭ সদস্যের মন্ত্রিসভার বেশিরভাগই নতুন। এরই ধারাবাহিকতায় সংসদেও নতুনদের দায়িত্বে আনার সিদ্ধান্ত নিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর