ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২২ পৌষ ১৪৩১
good-food
৪২

শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়ার কর্মসূচি হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৩ ৩১ ডিসেম্বর ২০২৪  

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়ার কর্মসূচি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান।

 

আব্দুল হান্নান মাসুদ বলেন, এদিন বিকেলে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি হচ্ছে। সেখানে ঘোষণাপত্র কিভাবে দেয়া হবে তা জানিয়ে দেয়া হবে। এ সমাবেশ সফল করতে দেশের জনগণের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

 

তিনি আরো বলেন, আমরা পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারে একত্রিত হবো। সরকারের পক্ষ থেকে ষোঘণাপত্র আসবে। তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। ঘোষণাপত্রের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

 

এরপরই চাউর হয়, শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করা হতে পারে। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। তাতে জানানো হয়, পূর্ব নির্ধারিত কর্মসূচি হচ্ছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর