ঢাকা, ২৫ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ১০ পৌষ ১৪৩১
good-food
৬৮

শাস্তির মুখে পড়তে পারেন মেসি, হতে পারেন নিষিদ্ধও

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩২ ১৮ নভেম্বর ২০২৪  

নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও হারতে হয়েছে ১-২ গোলে। সে ম্যাচে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন লিওনেল মেসি। তার জেরেই মেসির ওপর এবার শাস্তির খড়গ নেমে আসতে পারে। এমনকি জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে তাকে।

 

জানা যায়, প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রথমার্ধে ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। প্রথম ফাউলের মিনিট চারেকের মাথায় তার ফাউলের শিকার হন মেসি।

 

আলবিসেলেস্তেদের জোরালো দাবির মুখেও সেসময় আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে অস্বীকৃতি জানান ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। তখন মেসি রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন।

 

মেসি ব্রাজিলিয়ান রেফারিকে কী বলেছিলেন সেটা তৎক্ষণাৎ জানা না গেলেও এবার সে ঘটনার বিস্তারিত জানিয়েছে এসবিএস স্পোর্ট। মেসি সেই সময় রেফারিকে বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’

 

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানিয়েছে, এই ঘটনার কারণে মেসির শাস্তি হতে পারে, এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেছিলেন, অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর