ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৬৩

শাহবাগে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৮ ৫ মার্চ ২০২২  

রাজধানীর শাহবাগের ফুলের দোকানসংলগ্ন ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ তাঁকে জড়িয়ে ধরেন সাদ্দাম হোসেন নামের ভবঘুরে এক ব্যক্তি। এ সময় ওই ছাত্রীর পেছনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ঘটনাটি দেখে সাদ্দামকে আটক করেন ওই ছাত্র। পরে অন্য পথচারীরাও এগিয়ে আসেন। সাদ্দামকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রী শাহবাগ থানায় মামলা করেছেন।

 

শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই তরুণী ঢাকার একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। অভিযুক্ত ওই ব্যক্তিকে প্রথমে আটক করা ছাত্র হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন।

 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল আমিন বলেন, ‘শাহবাগ মোড়ের ফুটপাত দিয়ে হাঁটছিলাম। দুটি মেয়ে আমার সামনে হাঁটছিলেন। পেছন থেকে আমি দেখছিলাম, দুজনের মাঝখানে ওই ব্যক্তি (সাদ্দাম) ঢুকে পড়েন। লোকটি সম্ভবত আগে থেকেই মেয়ে দুটিকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তি ওই দুজনের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। এটি দেখতে পেয়ে আমি ও অন্য মেয়েটি মিলে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। সরাতে সক্ষমও হই। তখন অন্য পথচারীরাও সেখানে ছুটে আসেন। ক্ষুব্ধ পথচারীরা ওই ব্যক্তিকে চড়থাপ্পড় দেন। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’

 

এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী শাহবাগ থানায় মামলা করেছেন। তিনি বলেন, ‘সকালে শাহবাগ মোড় দিয়ে হেঁটে যাওয়ার সময় সাদ্দাম নামের ওই ব্যক্তি আমাকে পেছন দিক থেকে এসে জড়িয়ে ধরে এবং উত্যক্ত করে। আমি চিৎকার দিলে পথচারীরা ছুটে এসে তাকে আটক করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। দুপুরের দিকে আমি থানায় অভিযোগ করি।’

 

শাহবাগ থানার এক উপপরিদর্শক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন নামের ওই ব্যক্তি বলেছেন, তিনি মুঠোফোন ছিনতাই করার জন্য ওই ছাত্রীকে জড়িয়ে ধরেছিলেন। তবে ওই ব্যক্তির কথাবার্তা অসংলগ্ন। তিনি মূলত ভবঘুরে ও মাদকাসক্ত। সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকায় তিনি ঘুরে বেড়ান। মাদক বিক্রির সঙ্গেও তিনি সংশ্লিষ্ট।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বলেছেন, এ ঘটনায় ওই ছাত্রী অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর