ঢাকা, ১৪ মার্চ শুক্রবার, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১
good-food
৯৫

শাহরুখের হাতে ৭৬ লাখ টাকার ঘড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১১ ২৭ জানুয়ারি ২০২৫  

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেখানে তার হাতঘড়ি ব্যাপক নজর কেড়েছে। নতুন মডেলের ঘড়িটিতে রয়েছে বাহারি ডিজাইন। এক্সক্লুসিভ ঘড়িটির দাম শুনলে আপনি চমকে উঠবেন।

 

বরাবরই বিভিন্ন দামি ব্র্যান্ডের ঘড়ি পরেন শাহরুখ। তবে এবারের ঘড়িটি ব্যতিক্রম। যার বেল্ট কালো। তবে মূল্য আকাশছোঁয়া। ‘আডামাজ পিগে’ ব্র্যান্ডের এই ঘড়ির দাম ৭৬ লাখ ৮৪ হাজার ৮২৫ টাকা।

 

ভারতে এটি কেউ ব্যবহার করতে চাইলে তাকে শুধু পরিবহণ খরচ হিসেবে দিতে হয় অতিরিক্ত ১৪ হাজার টাকা। এতে রয়েছে কিছু বিশেষত্ব। ১৮ ক্যারেট স্যান্ড গোল্ড খচিত এই ঘড়ি সারা বিশ্বে রয়েছে মাত্র ২৫০টি। এর মধ্যে একটি আছে বলিউডের বাদশাহ’র কাছে।

 

সবসময়ই শাহরুখের পছন্দের শীর্ষে হাতঘড়ি। তার বাড়ি অর্থাৎ মান্নাতে এজন্য একটি বিশেষ ঘর রয়েছে।গোটা বিশ্ব থেকে নানা রকমের ঘড়ি সংগ্রহ করে সেখানে রেখেছেন তিনি।

 

এর আগে পটেক ফিলিপ ব্র্যান্ডের একটি দামি ঘড়ি পরতে দেখা গিয়েছিল শাহরুখকে। যেই ঘড়ির দর ছিল ৬০ লাখ টাকা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর