ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১
good-food
১১৮১

শিশুদের চোখ সংক্রমণের নানা লক্ষণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ১৮ ফেব্রুয়ারি ২০২১  

প্রাপ্তবয়স্কদের মতই নবজাতকেরাও চোখের সংক্রমনের প্রতি সমভাবে সংবেদনশীল।সাধারণত চোখের সংক্রমণ হতে পারে ব্যাকটেরিয়া অথবা ভাইরাল প্রকৃতির।সেগুলিকে চিহ্নিত করার জন্য এখানে তার কিছু লক্ষণ দেওয়া হলঃ

 

১. লালচে ভাব
চখের সাদা অংশে অথবা চোখের পাতার ভিতরের অংশে লালচে ভাব দেখা দিলে,আপনার ছোট্ট সোনাটি হয়ত চোখের ভাইরাল সংক্রমণে ভুগছে সেটিকেই চিহ্ণিত করে।

 

২. স্রাব
চোখ থেকে যেকোনও হলুদ স্রাবের অর্থ হল চখের সংক্রমণটি হল ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ।ঐ অঞ্চলটিকে পরিষ্কার করে যেকোনও স্রাবকে মুছে সরিয়ে দেওয়ার ব্যাপারটিকে নিশ্চিত করুন।

 

৩. ফোলাভাব
ফোলা চোখের পাতাগুলি সম্ভবত শিশুর চোখের ভাইরাল সংক্রমণকেই সূচিত করে।

 

৪. ঔজ্জ্বল্যহীন ফ্যাকাসে চোখের পাতা
যদি আপনার সন্তানের চোখের পাতা ঔজ্জ্বল্যহীন ফ্যাকাসে ধরনের হয় অথবা যদি আপনি লক্ষ্য করেন যে তার চোখের পাতাগুলি একসাথে জুড়ে গেছে,তবে চোখের সংক্রমণটির প্রকৃতি ব্যাকটেরিয়াজনিত।অস্বস্তি কমাতে ধীরে ধীরে এর গঠণ থেকে মুক্তি পান।

 

৫. ছলছলে চোখ
জলে ছলছল চোখ আপনার ছোট্টটির মধ্যে একটি ভাইরাল সংক্রমণকেই সূচিত করে।এর ফলে আবার চোখ চুলকোতে এবং শুষ্ক হয়ে যেতেও পারে।চোখ ধুয়ে ঐ অঞ্চলটিকে পরিষ্কার রাখুন।