ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮১০

শি জিনপিংয়ের পরিবার নিয়ে খবর, দেশছাড়া সাংবাদিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ৩১ আগস্ট ২০১৯  

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবার নিয়ে খবর প্রকাশ করায় মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে দেশছাড়া করা হয়েছে। বাতিল করা হয়েছে সেদেশে তার কাজ করার ছাড়পত্র।

চুন হান ওং নামে ওই সাংবাদিক ২০১৪ থেকে ওয়াল স্ট্রিট জার্নালের বেইজিং ব্যুরোতে কর্মরত ছিলেন।

তিনি আদতে সিঙ্গাপুরের বাসিন্দা। গেল ৩০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের খুড়তুতো ভাই মিং চাইকে নিয়ে এক সহকর্মীর সঙ্গে যৌথভাবে একটি প্রতিবেদন লেখেন তিনি।

প্রকাশিত ওই প্রতিবেদনে মিং চাইয়ের কুর্কীতির কথা প্রকাশ করা হয়। প্রতিবেদনে লেখা হয়, অস্ট্রেলিয়ায় ক্যাসিনো সম্প্রাট জেমস প্যাকারের সঙ্গে মিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এ ক্যাসিনোতে কোটি কোটি টাকা ওড়ান মিং। মেলবোর্নের একটি সংস্থার মাধ্যমে অবৈধ লেনদেনের অভিযোগও তোলা হয়েছে।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর