ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৯৯

শীতে চুলের যত্নে যে তেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ১৮ ডিসেম্বর ২০২০  

শীতকাল হাজির। সঙ্গে শুষ্ক আবহাওয়া উপস্থিত। এসময়ে সবচেয়ে সমস্যায় ফেলে রুক্ষ ত্বক ও চুলের সমস্যা। সমাধান দিতে পারে নারকেল তেল। এর অনেক গুণ রয়েছে। এই তেলের আকর্ষণ কয়েক শতাব্দী ধরে বজায় আছে। আসুন কারণগুলো দেখে নিই।
পরিবেশ দূষণ, স্টাইলিং ও ব্যস্ত জীবনযাপনে চুলের বারোটা বাজতে বাধ্য। সমাধান হাতেই আছে।

 

নারকেল তেলের সাহায্যে ক্ষতি লাঘব করা যায়। ইচ্ছামতো এটি বর্ম বা প্যাসিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। একটা কয়েনে যতটুকু ধরে ততটুকু সমস্ত চুলে ছড়িয়ে দিলে স্টাইলিং গ্যাজেট এবং রোদ থেকে চুলকে রক্ষা করে। এই তেল অন্য সব তেলের চেয়ে চুল ও ত্বকের বেশি গভীরে যায়। ফলে সত্যিকারের ‘ভেতরের সৌন্দর্য’ ফুটিয়ে তোলে।

 

সুরক্ষিত ও পরিপুষ্ট চুলের তাৎক্ষণিক ফল হলো দ্রুত বৃদ্ধি এবং বেশি দৈর্ঘ্য। এই শক্তিশালী তেলের উপাদান ম্যাজিকের মতো কাজ করে। চুলের গোড়া শক্ত করে, চুলের বৃদ্ধির হার বাড়ায় এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে মাথা আকর্ষণীয়, ঝলমলে এক ঢাল চুলে ভরে ওঠে। এলোমেলো চুলের দিনগুলো বিদায় জানানো যায়।

 

চুল পেকে যাওয়ার কারণগুলোর তালিকা অনেক লম্বা। এর মধ্যে পরিবেশ দূষণের সমস্যা, মানসিক চাপ, হরমোনঘটিত পরিবর্তনের মতো অনেক কিছু আছে। ভাগ্যের কথা, বাঁচার উপায় নাগালের মধ্যেই আছে। ভাবনার কিছু নেই। নারকেল তেলের বোতল নিন। আর মাথায় মালিশ করুন। এতে মাথার খুলিতে রক্ত চলাচলে উন্নতি হবে। একইসঙ্গে বাইরে থেকেও গভীরে পুষ্টি পৌঁছাবে। এই দুয়ের মিলিত ফলাফল হলো চুল পেকে যাওয়ার বিরুদ্ধে নিশ্চিত প্রতিরোধ। এর একটা ইতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া হলো অভূতপূর্ব ঝলমলে চুল।

 

বহুবিধ ব্যবহারই নারকেল তেলের দীর্ঘকালীন জনপ্রিয়তার মূল কারণ। চুলের যত্নের জন্য এটি একাই একশো। অন্যান্য তেলের চেয়ে অনেক ভালো। সিরামের মতো ব্যবহার করতে হবে। বেশি যত্ন দরকার হলে মালিশ করতে হবে। আগের দিন রাতে মেখে মা-বোনদের মতো চুলে মিশে যেতে দিতে হবে। পছন্দ নিজের আর উপকারিতা অপরিসীম।