ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪১০

শীতে শিশুর যত্নে করণীয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ৩ জানুয়ারি ২০১৯  

চলছে শীতকাল। এসময় সবার বাড়তি যত্ন দরকার। বিশেষ করে নবজাতক ও শিশুর।আসুন জেনে নিই, শীতে আপনার বাবুর যত্ন নেবেন কীভাবে

. প্রতিদিন হালকা কুসুম গরম পানিতে শিশুকে গোসল করাতে হবে। গোসলের আগে যেকোনো ধরনের স্বাস্থ্যসম্মত অয়েল লাগিয়ে নিতে হবে।

. গোসল দ্রুত শেষ করতে হবে। খুব বেশি ফেনাযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। গোসল শেষে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করাতে হবে।

. শিশুকে সুতি, ঢিলেঢালা কাপড় পরাতে হবে। খেয়াল রাখবেন গরম কাপড় যেমন উলের কাপড় পরালে শিশু যেন ঘেমে না যায়। ঘাম বসে ঠাণ্ডা লেগে যেতে পারে। তাই গরম কাপড়ের নিচে সুতি কাপড় পরিয়ে নিতে হনে।

. শীতকালে খুশকি হওয়ার প্রবণতা থাকে। তাই সপ্তাহে অন্তত দুই দিন শিশুকে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে দিতে হবে।

. শীতে ন্যাপকিন ব্যবহার করলে ঘন ঘন পরিবর্তন করে নিতে হবে। শিশুর ন্যাপি এলাকায় একটু ভ্যাসলিন ব্যবহার করতে হবে। তাহলে আর্দ্রতা ধরে রাখা যাবে। চর্মরোগ থেকেও মুক্ত রাখা যাবে।

. শিশুকে মৌসুমি ফল শাক সবজি খাওয়াতে হবে। প্রচুর পানি পান করাতে হবে।

একটু বাড়তি যত্নই পারে আপনার শিশুকে শীতজনিত অসুস্থতা থেকে দূরে রাখতে। এছাড়া শিশুর যাতে অতিরিক্ত ঠাণ্ডা না লাগে তাও খেয়াল রাখতে হবে।