ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯০

শেখ হাসিনাকে অচিরেই ভারত থেকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪২ ২০ সেপ্টেম্বর ২০২৪  

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অচিরেই ভারত থেকে ফেরত চাওয়া হবে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রস্তাবিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের বৈঠক শেষে আসিফ নজরুল এ কথা বলেন।

 

ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, ‘ট্রাইব্যুনাল গঠনের কাজও চলছে। বিচার শুরু হলেই শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে।’ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে।

 

আসিফ নজরুল বলেন, 'আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সে অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিকটেড ব্যক্তি থাকে, তিনি সাবেক প্রধানমন্ত্রী হোন আর যা-ই হোন, ওনার প্রত্যর্পণ আমরা চাইতে পারি।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর