ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
১১০৩

শেখ হাসিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৯ ৩১ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা।

শেখ হাসিনাকে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব, চীন প্রেসিডেন্ট শি জিনপিং, ভুটান প্রধানমন্ত্রী লোটে শেরিং, ভারতের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। গেল রোববার হয়েছে নির্বাচন। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এতে মহাজোট ২৮৮ (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) ১) আসন পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭ (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। এছাড়া ৩টি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর নানা অভিযোগ থাকলেও ‘সন্তোষ’ প্রকাশ করেছে ভারত, নেপাল, সার্ক ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষকেরা। তাদের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট শেষ হয়েছে।