ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ৯ পৌষ ১৪৩১
good-food
১৩

শেখ হাসিনার নামে ইন্টারপোলের রেড অ্যালাট জারির তথ্য ভিত্তিহীন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৮ ২৩ ডিসেম্বর ২০২৪  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল বলে শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকাগুলোয় প্রকাশিত হয়েছে।

 

এতে দাবি করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

 

তবে পরে এই খবরের কোনো সত্যতা নেই বলে জানান তিনি। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির কোনো তথ্য আমার কাছে নেই।

 

এসময় ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকেও শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

ওই দিন তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করা হবে। সেই লক্ষ্যেই কাজ করা যাচ্ছে।

 

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে অগ্রাধিকারভিত্তিতে তদন্ত হচ্ছে। সেটার প্রতিবেদন এলে বিচার শুরু হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর