ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৩৪

শেয়ারবাজারে  সর্বনিম্ন লেনদেনের রেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২০ ২১ জুন ২০২০  

করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর সম্প্রতি শেয়ারবাজারে লেনদেন চালু হলেও তার পরিমাণ খুবই কম। এর মধ্যে  রবিবার গত প্রায় ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে সূচকের কিছুটা উত্থান হয়েছে।

গত ৩১ মার্চ শেয়ারবাজারে লেনদেন চালু হয়েছে। এর আগে টানা ৬৬ দিন বন্ধ থাকে লেনদেন।

বন্ধের পর এখনো পর্যন্ত শেয়ারবাজারে ১৬ কার্যদিবস লেনদেন হয়েছে। তবে এ সময়ে ডিএসইতে একশ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে মাত্র পাঁচ কার্যদিবস। বাকি ১১ কার্যদিবস একশ কোটি টাকার কম লেনদেন হয়েছে। 

আজ রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৮ কোটি ৬২ লাখ টাকা। ২০০৭ সালের ২৩ এপ্রিলের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে এতো কম লেনদেন হয়নি। ২০০৭ সালের ২৩ এপ্রিল লেনদেন হয় ৩৭ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ রবিবার ১৩ বছরেরও বেশি সময় পর সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হলো।

 বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। তবে যে কয়কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার থেকে কম। ফলে সূচকের কিছুটা উত্থান হয়েছে।

লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন অংশ নেওয়া মাত্র ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৪টির। আর ২১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।