ঢাকা, ২২ অক্টোবর মঙ্গলবার, ২০২৪ || ৭ কার্তিক ১৪৩১
good-food
১৩৭

শেয়ারবাজারে ফের আতঙ্ক, দু`দিনে ৫ হাজার কোটি টাকা গায়েব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৯ ২৯ জুলাই ২০২৪  

বছরের প্রথম কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রারম্ভিক সূচক ছিল ৬ হাজার ২৪২ পয়েন্ট। ঐদিন বিনিয়োগকারীদের বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮২৩ কোটি টাকা। এরপর শেয়ারবাজারে চলে ধারাবাহিক পতন। সোমবার ছাত্রদের আন্দোলনের খবর মিডিয়ায় ছড়িয়ে পড়লে আবারো পতন শুরু হয়। 

 

বছরের পৌনে সাত মাসে ডিএসইর সূচক খোঁয়া যায় ৮৯২ পয়েন্ট এবং বিনিয়োগকারীদের পুঁজি হারায় ১ লাখ ২৬ হাজার ২৩৮ কোটি টাকা। এর মধ্যেই সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার পতনের বৃত্ত ভেঙ্গে বাজার আবারও ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। এদিন ডিএসইর সূচক বৃদ্ধি পায় ৬৩ পয়েন্ট এবং একদিনে বিনিয়োগকারীদের পুঁজি উদ্ধার হয় ৩ হাজার ১৬৫ কোটি টাকা।

 

রোববার উত্থানের বাজারে আবারও পতনের থাবা। এদিন লেনদেনের শুরুতে ডিএসইর সূচক ৩০ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। কিন্তু শেষবেলায় উল্টো ৩০ পয়েন্ট মাইনাস হয়ে যায়। সোমবার লেনদেনের শুরুতে উত্থানের আভাস দেখা গিয়েছিল। কিন্তু বেলা গড়ানোর সাথে পতনের থাবা  শক্তিশালী হয়। শেষ বেলা পতনের থাবা রীতিমতো শঙ্কার রুপ নেয়। দিনশেষে ডিএসইর সূচক মাইনাস হয়ে যায় সাড়ে ৫৩ পয়েন্ট।