ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৫৯

শেয়ার বাজারে বড় দরপতন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ১১ সেপ্টেম্বর ২০১৯  

বড় ধরনের দরপতনে ৫ হাজার পয়েন্টের  নিচে নেমে গেছে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। ডিএসইর এই সূচকটি ২ বছর ৮ মাস ২০ দিন বা ৬৬৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

আজ বুধবার এ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৭৫ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১৪ পয়েন্ট।

টানা ছয় দিন দরপতনের পর গত ৪ সেপ্টেম্বর ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের নিচে নেমে আসে। দরপতন ঠেকাতে টেনে তোলা হয় শেয়ারবাজারের সূচক। পরদিন ৫ সেপ্টেম্বর ও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গত রোববার সূচক কিছুটা বাড়ে। তবে সোমবার থেকে  সূচক আবার কমতে থাকে।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৫০২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ২৮৮টির, অপরিবর্তিত আছে ২৮টির দর।