ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৯৮

শৈত্যপ্রবাহে কাবু শিশু-বৃদ্ধ-খেটে খাওয়া মানুষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩০ ৩১ জানুয়ারি ২০১৯  

দেশের অধিকাংশ স্থানে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে শীতে কাঁপছে উত্তরবঙ্গসহ দেশের বেশ কিছু অঞ্চল। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও দুয়েকদিন।

ঠাণ্ডা আবহাওয়ার এ অবস্থায় শিশু-বৃদ্ধসহ খেটে খাওয়া দরিদ্র মানুষ পার করছে কষ্টের সময়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, পাবনা, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য .হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর