ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৩৭

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২২ ১২ জানুয়ারি ২০২০  

মৌসুমের চতুর্থ দফার শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে পুরো দেশ। উত্তরাঞ্চলসহ সারা দেশজুড়েই জেঁকে বসেছে তীব্র শীত। সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে বিস্তৃর্ণ অঞ্চল।  

রবিবার সারাদিন রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। ঠান্ডায় জবুথবু জনজীবন। শৈত্যপ্রবাহ আর কনকনে হিমেল বাতাসে কাপছে সারাদেশ।

রোববার সকাল ৯টায় রংপুরের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যরাত থেকে দেশের বিভিন্ন স্থান মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এখনো সূর্যের দেখা না মেলায় শি শীত অনুভূত হচ্ছে।

আব্হাওয়াবিদ ওমর ফারুক বলেন, রংপুর ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এটা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দেশের কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

শনিবারও রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছিল শীতের তীব্রতা। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
 
এবারের শীত মৌসুমে ডিসেম্বরের শেষার্ধে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন এলাকায়। জানুয়ারির প্রথম সপ্তাহেও ছিল এক দফা শৈত্যপ্রবাহ। রোববারের শৈত্যপ্রবাহ এ মৌসুমের চতুর্থ।

২৯ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরে সর্বনিম্ন তাপমাত্রাও ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ৬ জানুয়ারি।
 

এবারের কয়েক দফা শৈত্যপ্রবাহ এবং মাঝে মধ্যে হাল্কা বৃষ্টিতে বেশি দুর্ভোগ পোহাতে হয় গরিব খেটে খাওয়া মানুষদের। কেষ্টের শেষ নেই ছিন্নমূল সহায়-সম্বলহীনদের। এ অবস্থায় গরিব-অসহায়দের পাশে দাঁড়াচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী  অনেক সংগঠন।