ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২৫

শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২১ ৬ জানুয়ারি ২০১৯  

ছবি: লাইফটিভি২৪

ছবি: লাইফটিভি২৪

মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার জসিমুদ্দিনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শিল্প কারখানার শ্রমিকেরা।

উত্তরা এলাকার  বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। দুপুর ১২ টা হতে হতে যা ক্রমশ বাড়তেই থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উত্তরা থানার সহকারী কমিশনার মিজানুর রহমান। তিনি বলেন, আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ আরও বেশকিছু দাবিতে বিভিন্ন দিচ্ছেন তারা।

বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই পাশে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে ইতিমধ্যে জনসাধারন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এ্যাম্বুলেন্স বিক্ষোভের আওতার বাহিরে আছে বলে জানা গেছে। 

এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করেছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিক শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও ফাতেমা বলেন, আমাদের বেতন ১৬ হাজার টাকা করতে হবে। বকেয়া বেতন-বোনাস পরিশোধের বিশ্বাসযোগ্য ঘোষণা দিতে হবে। না হলে আমরা রাস্তা থেকে সরব না।

উল্লেখ্য, গত বছরখানেক ধরে ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল শ্রমিক সংগঠনগুলো। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর