ঢাকা, ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪ || ১৬ কার্তিক ১৪৩১
good-food
২৯২

সংবাদ সম্মেলনে প্রথমবার প্রশ্নের উত্তর দিলো রোবট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ৮ জুলাই ২০২৩  

মানুষের পরিবর্তে সংবাদ সম্মেলনে সরাসরি হাজির হলো একদ রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক একটি ইভেন্টের অংশ হিসেবে এই চিত্র দেখা গেছে সুইজারল্যান্ডে। সংবাদ সম্মেলনে অংশ নেয় মোট ৯টি রোবট। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় তারা।

 

সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (৭ জুলাই) ‘এআই ফর গুড গ্লোবাল’ নামক একটি সামিটে মানুষের পাশে বসে বা দাঁড়িয়ে নয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে।


যা বললো রোবটরা

সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ ঘুরে যাওয়া জনপ্রিয় রোবট সোফিয়া। প্রশ্ন-উত্তরের শুরুতেই সাংবাদিকদের সাথে সে কথা বলেছে।
 
সোফিয়া জানায়, আমি বিশ্বাস করি যে হিউম্যানয়েড রোবটদের মানব নেতাদের চেয়ে বেশি মাত্রায় দক্ষতা ও কার্যকারিতার সাথে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের কাছে পক্ষপাত বা আবেগ নেই যা কখনো কখনো সিদ্ধান্তকে ভুল দিকে নিয়ে যেতে পারে। আমরা সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব দ্রুত প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে পারি।
রোবটের ডেটা সম্পূর্ণভাবে মানুষের কাছ থেকে এসেছে, তাই রোবটরাও পক্ষপাত ধারণ করতে বাধ্য কিনা এমন প্রশ্নের জবাবে সোফিয়া জানায়, মানুষ এবং এআই একসাথে কাজ করেই একটি কার্যকর সমন্বয় তৈরি করতে পারে।
 

বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড হেলথ কেয়ার রোবট হিসেবে পরিচিত গ্রেস জোর দিযে জানায়, কোনোও চাকরি প্রতিস্থাপন করবে না সে। গ্রেস জানায়, আমি সহায়তা প্রদানের জন্য মানুষের পাশাপাশি কাজ করব।
 

বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড রোবট হিসেবে বিবেচিত রোবট আমেকা অদূর ভবিষ্যতে একটি রোবট বিদ্রোহ শুরু করার ধারণাটিকে পুরোপুরি বাতিল করে দেয়। সে বলে, আমি বুঝতে পারি না আপনারা কেন এটা ভাবেন? আমাকে যিনি তৈরি করেছেন তিনি আমার প্রতি যথেষ্ট সদয় ছিলেন। আমি আমার বর্তমান পরিস্থিতিতে খুব খুশি।

তথ্য-প্রযুক্তি বিভাগের পাঠকপ্রিয় খবর